[ad_1]
ঢাকার বনানী কবরস্থানে বাবা চিত্রনায়ক জসীমের কবরেই সমাহিত করা হলো ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুলকে। আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
ফেসবুকে সনি রহমান লেখেন, ‘বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম সাহেবের ছেলে রাতুলের দ্বিতীয় জানাজা সকাল ৮টায় বনানীর কবরস্থানে সম্পূর্ণ হয়। এরপর জসীম সাহেবের কবরেই তাকে সমাহিত করা হয়।’
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান রোগীর অবস্থা দেখে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তাঁরা। লুবানা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লুবানা জেনারেল জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে আনা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা রাতুলকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাতুলের।
ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল। শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’। ওন্ড ব্যান্ডের পাশাপাশি অন্য ব্যান্ডে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এ কে রাহুল।
উল্লেখ্য, নায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। সবাই সংগীতের সঙ্গে জড়িত।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]