[ad_1]
রায়পুরায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটক
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৩: ৪০
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীর রায়পুরায় সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে থানা-পুলিশ।
আজ সোমবার দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রোববার (২৭ জুলাই) দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়নিজ রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচটি তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই নারীকে। তাঁরা হলেন ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)। তিনি বলেন, ‘আটক নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]