[ad_1]
বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোরে সদর উপজেলার রাহাতের মোড় এলাকার একটি আবাসিক ভবন থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এস কে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মো. হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মো. জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা এবং সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।
আটককৃতদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম গাঁজা, পাঁচটি এক্সপেন্ডেবল ব্যাটন, দুটি চায়নিজ কুড়াল, একটি ছুরি, একটি রামদা, দুটি ককটেল, চারটি ভুয়া আইডি কার্ড, তিনটি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন ও চারটি লাইটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে এস কে সুমনের নেতৃত্বে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত আছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]