[ad_1]
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচলে ধীর গতি লক্ষ করা যায়।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে এবং এরপর সড়ক ছেড়ে দেওয়া হবে।
এর আগে গতকাল (২৭ জুলাই) রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সোমবারের প্রতীকী ক্লাসের ঘোষণা দিয়ে তাঁরা সেখান থেকে সরে আসেন।
এরও আগে শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই দাবিতে চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]