[ad_1]
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
আজ রোববার (২৭ জুলাই) বেলা ৩টার দিকে পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, নিহত খুকু চাকমা উগুদোছড়ি গ্রামে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু গ্রুপ) ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর গুলি চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে খুকু চাকমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা তাঁকে জীবিত অবস্থায় তুলে নিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই ঘটনার জন্য জেএসএসকে (সন্তু লারমা গ্রুপ) দায়ী করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নিহত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]