[ad_1]
কর্মঘণ্টা অনুযায়ী পুলিশের বেতনকাঠামোর পরিবর্তন করতে হবে: শাকিল উজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২৩: ০৯
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনায় শাকিল উজ্জামান এই দাবি তোলেন।
শাকিল উজ্জামান বলেন, রাত ২টা বা ৩টার সময়ও জরুরি কোনো কাজ পড়লে থানার অফিসার ইনচার্জ অথবা অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে থানায় অথবা বাইরে ডিউটি করতে হয়। তাই পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো হওয়া উচিত। একই সঙ্গে তিনি পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়ানো ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের অধীনে পুলিশ কখনো জনবান্ধব হতে পারবে না। বিগত সময়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের অধীনে পুলিশকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে জনগণের ওপর নির্বিচারে জুলুম করা হয়েছে। এই কাঠামোয় পরিবর্তন আনতে হবে এবং পুলিশের জন্য আলাদা স্বাধীন কমিশন গঠন করতে হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]