[ad_1]
বাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ জুলাই) গোদাগাড়ীতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসচালক, শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। এ ঘটনার পাল্টা জবাব দেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা। তাঁরা সেখানে রাজশাহীগামী একটি বাস ভাঙচুর করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আজ সকালে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই অবস্থায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]