[ad_1]
শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১০১ সদস্যবিশিষ্ট শেরপুর সদর উপজেলা বিএনপির কমিটিতে মো. হযরত আলীকে আহ্বায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
অন্যদিকে ১০১ সদস্যবিশিষ্ট শেরপুর শহর বিএনপির কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানকে (পিপি) আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্যসচিব করা হয়েছে।
সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন এস এম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল ও মোসাম্মৎ পপি আখতার।
অন্যদিকে শেরপুর শহর কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন খন্দকার মাহবুবুল আলম রকীব (জিপি), মো. রেজাউল করিম রুমি, মো. এমদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব ও মো. ফখরুল ইসলাম।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করে সবার ঐকমত্যের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের পরামর্শে শেরপুর সদর ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করেছি। অন্য সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করব না। কাউকে দুর্নীতি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]