শিরোনাম
চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ভারতে ব্যবসায়িক পরিবারে উত্তরাধিকার দ্বন্দ্ব‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ জনের বিরুদ্ধে মামলা‘চীনপন্থী’ এমপিদের অপসারণে তাইওয়ানের সংসদে বিতর্কিত ভোটওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান২৩ মামলার আসামি খুন, দাউদকান্দির গৌরীপুরে মিষ্টি বিতরণদল ঘোষণা করেই বাংলাদেশ শুনল বিশ্বকাপ স্থগিতের খবরজীবননগরে দিনমজুরকে গলা কেটে হত্যা, পালিয়েছে স্ত্রী-ছেলেমাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলবে কবে সিদ্ধান্ত কালবিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

সফর মাসের তাৎপর্য ও মুমিনের করণীয়

সফর মাসের তাৎপর্য ও মুমিনের করণীয়

হিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা দিত।

অতঃপর ইসলাম আসে এসব কুসংস্কারের মূলোৎপাটন করতে। মানুষকে যুক্তিবোধ ও আলোর পথে ফিরিয়ে আনতে। আরব সমাজে ছড়িয়ে থাকা কুসংস্কারকে অস্বীকার করে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়। কুসংস্কারে বিশ্বাস করা পূর্ববর্তীদের উদাহরণ টেনে আল্লাহ বলেন, ‘তারা (সালিহকে) বলল, তুমি ও তোমার সঙ্গে যারা আছে, তাদের আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালিহ বললেন, তোমাদের শুভ-অশুভ আল্লাহর কাছেই নির্ধারিত। বস্তুত, তোমরা এমন এক সম্প্রদায়, যাদের পরীক্ষা করা হচ্ছে।’ (সুরা নামল: ৪৭)

হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেন, ‘রোগের মধ্যে (আল্লাহর হুকুম ছাড়া) সংক্রমণ নেই। শুভ-অশুভ লক্ষণ বলে কিছু নেই। প্যাঁচায় কুলক্ষণ নেই এবং সফর মাসে অকল্যাণ নেই।’ (সহিহ বুখারি: ৫৩৪৬)

সফর মাসে মুমিনের করণীয়

ইসলামের বিধানমতে, প্রতিটি দিন ও মাসই আল্লাহর দান। সফর মাসও ব্যতিক্রম নয়। এই মাসে যেমন ফরজ ইবাদতের প্রতি গুরুত্বারোপ করা উচিত, তেমনই নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, জিকির-আজকার, কবর জিয়ারত, নফল রোজা ইত্যাদিতে মনোনিবেশ করা উচিত।

প্রতি চান্দ্রমাসে নির্দিষ্ট যে আমলগুলো রয়েছে, সেগুলো সফর মাসেও করা যেতে পারে। যেমন ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিজের রোজা রাখা যেতে পারে। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে—আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি মাসে তিনটি করে রোজা রাখা, সারা বছর রোজা রাখার সমান।’ (সহিহ বুখারি: ১১৫৯, ১৯৭৫)

পাশাপাশি এ মাসের প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রাখা যেতে পারে। কেননা আমাদের নবী করিম (সা.) প্রতি সপ্তাহের এই দুই দিন রোজা রাখতেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা রাখাকে প্রাধান্য দিতেন।’ (জামে তিরমিজি: ১০২৭)

সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ হিসেবে রাসুল (সা.) বলেন, ‘(প্রতি সপ্তাহের) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি পছন্দ করছি।’ (জামে তিরমিজি: ৭৪৭)

সফর মাস হোক আত্মশুদ্ধি, ইবাদত, আল্লাহর রহমত ও বরকত অর্জনের মাধ্যম। মুমিনের উচিত এই মাসটিকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করা। বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। যেকোনো মাসেই আল্লাহর রহমত সুলভ, তাই কোনো মাসেই আল্লাহর রহমত অর্জনের চেষ্টা থেকে পিছপা হওয়া একজন মুমিনের শান নয়। অতএব, সফর মাসে কুসংস্কার পেছনে ফেলে আত্মিক উন্নয়ন ও আমলের প্রতিযোগিতাই হোক আমাদের অঙ্গীকার।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button