ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগ


ক্রাইম জোন ২৪।। ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছে বরিশাল মহানগর ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হাসান তাসনিমের ব্যবস্থাপনায় বরিশাল জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা বাস টার্মিনালে যাত্রীদের সহায়তায় কাজ করেন।
সাইবার ফোর্সের পক্ষ থেকে নেতাকর্মীরা যাত্রীদের হাতে তারেক রহমানের ঈদ শুভেচ্ছাবার্তা ও সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মহানগর ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ইরফান আব্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক শিপন, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাজা শিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীসেবা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে।