বরিশালে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ


বরিশাল॥ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া, দিনভর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ স্লোগানে শোনা যায়।
প্রতিটি সমাবেশে বক্তারা এককণ্ঠে বলেন, “ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিকসহ নিরপরাধ বেসামরিক মানুষদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। বিশ্ব সম্প্রদায়ের উচিত, এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান। এসব প্রতিবাদ কর্মসূচির ফলে নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।