শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

ক্রাইম জোন ২৪।। আমতলীতে মঙ্গলবার গভীর রাতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এবলাস (৪০) ও তার সহযোগী সামসুল হক (৪৬)।

এবলাস আমতলীর কুকুয়া ইউনিয়নের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে এবং তার বিরুদ্ধে ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। তাকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সামসুল হক পটুয়াখালীর মহিপুর থানার নিজামপুর গ্রামের আমজেদ চৌকিদারের ছেলে এবং তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এবলাস ও সামসুল হক একটি অটো রিকশায় পটুয়াখালির দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ফায়ার সার্ভিসের সামনে আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গ্রেপ্তার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এবলাস এবং সামসুল হক দুই জনই ভয়ংকর অপরাধী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং জেল হাজতে পাঠানো হয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button