শিরোনাম

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে আর পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ ‘সাইবার কমিউনিটি’ দাবি করেছে যে, তারা পেজটি নিষ্ক্রিয় করেছে।

সাইবার কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগের পেজ থেকে ফেসবুকে আসন্ন লাইভ প্রচারের ঘোষণা দেওয়ার পর পেজটি বন্ধ করা হয়। ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ১০ মিনিটে এটি নিষ্ক্রিয় করা হয় এবং তারা আওয়ামী লীগের ভেরিফায়েড পেজটি ডাউন করার চেষ্টা করছে।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এ ঘটনায় ফেসবুকে লিখেছেন, “হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।”

তিনি আরও লিখেছেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button