টিসিবি কার্ড বাতিলে জনভোগান্তি, বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ


সারা দেশে ৪৫ লাখ টিসিবি কার্ড বাতিলের ঘটনায় জনমনে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কারণে এই বিভ্রাট সৃষ্টি হয়েছে, যা ঘরে ঘরে সরকারের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা বলে মনে করা হচ্ছে।
রমজান মাসকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি কার্ড একটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠেছিল। বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রশাসন কার্ড যাচাই-বাছাই করে পুনর্বণ্টনের জন্য প্রস্তুত থাকলেও, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ফলে কার্ডধারীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে জনবিক্ষোভ সৃষ্টি করা হচ্ছে।
বরিশালে ৬০ হাজার কার্ড বাতিল বরিশাল সিটি এলাকায় প্রায় ৬০ হাজার টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে ওয়ার্ড সচিবদের দেওয়া ভুল তথ্যকে দায়ী করা হচ্ছে। বাতিল হওয়া কার্ডগুলোর তথ্য সংশোধন করে পুনরায় নিবন্ধন করা হলে অধিকাংশ কার্ড হোল্ডারদের ফেরত দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন এই কাজের জন্য প্রস্তুত থাকলেও, মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘তথ্য নির্ভুল হলে বাতিল হওয়া কার্ডধারীরা তাদের কার্ড ফেরত পাবেন। তবে মন্ত্রণালয় এখনও কোনো নির্দিষ্ট নির্দেশনা দেয়নি।’
টিসিবি পণ্য বিক্রি শুরু এদিকে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৩১ হাজারের বেশি কার্ডধারীর জন্য টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে বাতিল হওয়া ৬০ হাজার কার্ডধারী এখনো অনিশ্চয়তায় রয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে টিসিবি কার্ড বাতিল ও পুনর্বণ্টন বিলম্বিত হওয়ার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অদক্ষতা ও সিদ্ধান্তহীনতার কারণে জনসাধারণের মাঝে ক্ষোভ বাড়ছে।