বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড থেকে শুরু করে ক্যাম্পাসের সামনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্রদল কর্মী রাফি শিকদারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণের সময় রাফি শিকদার বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। ক্যাম্পাসে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠনমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি সম্পর্কে যে ভীতি কাজ করে, সেটি দূর করে একটি সুস্থ ধারার ছাত্ররাজনীতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে ছাত্রদল তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।