বরিশালের পুকুর ও দীঘিতে উদ্ধার হলো মানবদেহের অংশ


বরিশাল নগরের কাশিপুর এলাকায় একটি দীঘি ও পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে কাশিপুরের ২৯ নম্বর ওয়ার্ডের হাতেম মীরার দীঘির পাড়ে প্রথমে এক শিশুর চোখে পড়ে কাটা পায়ের একটি অংশ। নীরব নামের শিশুটি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে।
পরে দীঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও কিছু মানবদেহের অংশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে একটি হাত, মাথার মস্তক এবং কলিজাও রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পুকুর ও দীঘিতে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, শরীরের অংশগুলো কোনো শিশুর হতে পারে। তবে দেহাংশগুলো কীভাবে এখানে এলো, তা নিয়ে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ বা দায়ী ব্যক্তিদের সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।