শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ রাখার দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ রাখার দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একজন মনোরোগ বিশেষজ্ঞ রাখার দাবি করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলে এ দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মরদেহ গত ৯ জুন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের করিডোরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তার মৃত্যুতে দোয়া ও মোনাজাতের আগে বক্তব্যে শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছেন। এছাড়া দোয়া ও মোনাজাতে উপস্থিত শিক্ষার্থীর বাবা শাহজাহান রাঢ়ি কন্যার আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

একই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, শিফা নুর ইবাদিকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে, এর অনুঘটক কারা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিজে থেকে তা উদঘাটন করা।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কোষাধ্যক্ষ মো. মামুন অর রশিদ বলেন, তোমরা একটা কথা মনে রাখবে তুমি শুধু তোমার না, তুমি তোমার পরিবারের এবং আমাদের সবার। তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ রাখবে।

উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে রয়েছি। শিক্ষার্থীদের দাবি মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কাজ করবো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিনসহ শিক্ষার্থীরা।

দোয়া ও মোনাজাতে শিফা নুর ইবাদির আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button