পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চুরি


পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে স্টিলের মালামাল চুরির সময় হানিফ মোল্লা (৫৫) নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সাপ্তাহিক ছুটির কারণে ওই এলাকায় কেউ ছিল না। তখন হানিফ মোল্লা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের ভবন থেকে স্টিলের গ্রিল, দরজা-জানালা, চেয়ার ও টেবিল খুলে অটোভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা তাকে দেখে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। এসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে হানিফ মোল্লাকে আটক করে এবং চুরি হওয়া মালামাল জব্দ করেন।
বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, “এই চুরির ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ঝিলন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”