বরিশালে আসামি ধরতে গিয়ে দগ্ধ এসআই মেহেদী হাসানের মৃত্যু


আসামি ধরতে গিয়ে ইটভাটায় পড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে পুলিশ বিভাগে যোগ দেন।
বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরার সময় অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে তার শরীরের বড় অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানিয়েছেন, এসআই মেহেদী হাসানের মরদেহ তার গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সেখানে তাকে দাফন করা হবে।