ঝালকাঠির জায়ান মেহেদীর শখ পূরণ, চাকরির পাশাপাশি প্রতিষ্ঠিত মডেল


ঝালকাঠি (বরিশাল) জেলার সন্তান জায়ান মেহেদী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চাকরির পাশাপাশি একজন মডেল হওয়ার। তবে মাদরাসায় পড়াশোনা করার কারণে পরিবার থেকে সেই সমর্থন পাননি। তবুও শখের জায়গা থেকে স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখেন তিনি।
একদিন হঠাৎ জনপ্রিয় কোরিওগ্রাফার তানজিল জনি ও রাহি ভাইয়ের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা হয় তার। আলাপচারিতার এক পর্যায়ে তারা জায়ানকে মডেলিং করার পরামর্শ দেন। এরপর শুরু হয় তার মডেলিং যাত্রা। প্রথমবার ফটোশুটে অংশগ্রহণের সময় নয়জন প্রার্থীর মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়, আর তাদের মধ্যে জায়গা করে নেন জায়ান।
এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথমে Black Diamond Brand–এর মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে তিনটি ব্র্যান্ডের স্থায়ী মডেল হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, নাটকে অভিনয়, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশনে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করেছেন।
জায়ান মেহেদী বলেন, “ছোটবেলা থেকেই মডেল হওয়ার শখ ছিলো। আলহামদুলিল্লাহ, আজ চাকরির পাশাপাশি সেই শখ পূরণ করতে পেরেছি। এটি সম্ভব হয়েছে সকলের দোয়া ও ভালোবাসার কারণে।”
বর্তমানে ঢাকার উত্তরায় বসবাসকারী এই তরুণ একাধারে চাকরি ও মডেলিং করে যাচ্ছেন। তার লক্ষ্য আরও বড় পরিসরে কাজ করে দেশের বিনোদন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করা।