তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ: কে তিনি?


জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন রোজা আহমেদকে। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণের পর নিউইয়র্কের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠা করেন। রোজা একজন সফল উদ্যোক্তা এবং ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।
রোজা সামাজিক মাধ্যমে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বহু নারীকে মেকআপ প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। তার কাজ এবং উদ্যোগের জন্য তাকে অনেকেই অনুসরণ করেন।
এর আগে ২০০৬ সালে তাহসান অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের কন্যা আইরা তাহরিম খান রয়েছে। তবে ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদের মাধ্যমে আলাদা হন।
নতুন জীবনসঙ্গী রোজার সঙ্গে তাহসানের সুখী জীবন কামনা করেছেন তার ভক্তরা।