শিরোনাম
পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তারআলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেনইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ ঢাকায়৮৩ আসনে সংক্ষুব্ধদের শুনানি শুরু ২৪ আগস্টরামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যুইসলাম যাদের ভালোবাসতে উৎসাহিত করেছেইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে না দিয়ে অস্ট্রেলিয়া বলল, ‘তোমাকে এখানে চাই না’রিয়াদসহ ৬ অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু করছে সৌদি আরবজাতীয় মানমাত্রার তিনগুণের বেশি বায়ু দূষণ, সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণালজ্জাজনক হারের পর নেইমারদের কোচ বরখাস্ত, লজ্জিত নেইমারও

রামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Ajker Patrika

রামপুরায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৪: ১০

Photo

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী মো. ইকবাল হোসেন। তিনি জানান, নাজমুল প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার ছিলেন। নাজমুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার নারায়ণপুর গ্রামে। তাঁর বাবার নাম নুরুল ইসলাম। বর্তমানে নাজমুল স্ত্রী-সন্তান নিয়ে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া এলাকায় থাকতেন।

ইকবাল হোসেন আরও জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল যোগে গুলশানে অফিসে যাচ্ছিলেন নাজমুল। রামপুরা ব্রিজের ওপর উঠলে একটি তেলবাহী লরির ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রামপুরা থেকে ওই ব্যক্তিকে স্বজন ও সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে রামপুরা থানায় অবহিত করা হয়েছে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button