শিরোনাম

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাছাই পরীক্ষা ২৯ আগস্ট

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাছাই পরীক্ষা ২৯ আগস্ট

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৯ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত সোমবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ১৩-২০ গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ৪ আগস্ট অনুষ্ঠিত ডিপিসির সভার সিদ্ধান্ত অনুসারে পাঁচটি পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা (এমসিকিউ) ২৯ আগস্ট (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।

পদভিত্তিক পরীক্ষার সময়সূচি হলো: অফিস সহায়ক পদের পরীক্ষা ২৯ আগস্ট সকাল ১০টায়; কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ) পদের পরীক্ষা একই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্র এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button