শিরোনাম
বিদ্যুতের সিস্টেম লস কমানোর নতুন প্রকল্পশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগিরাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্পহাজারীবাগে প্রথম নারী বাংলাদেশ বুক অলিম্পিয়াডসংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না: মোস্তফা জামানরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনশনে থাকা দুই শিক্ষার্থী অসুস্থকক্সবাজারে এসে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়গঙ্গাচড়ায় ২ শিশুকে হত্যা মামলার আসামি গ্রেপ্তারযুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবিতে উত্তেজনাসির ‘অনেক ধৈর্য’, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাইওয়ানে আগ্রাসন চালাবে না: ট্রাম্প

যুদ্ধবিরতির দায়িত্ব এখন জেলেনস্কির কাঁধে, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প

যুদ্ধবিরতির দায়িত্ব এখন জেলেনস্কির কাঁধে, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এখন বিষয়টা আসলেই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। তাঁকেই কাজটি করতে হবে। এখন প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন আর আমাকেও নিয়ে একটি বৈঠক আয়োজন করা হবে বলে মনে হচ্ছে।”

চুক্তি আটকে থাকা শেষ বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তবে তিনি বলেন, “দেখি আমরা কী করতে পারি।” যদিও শুক্রবার কোনো সমঝোতা হয়নি, তবুও তিনি বৈঠককে সফল উল্লেখ করে এর মূল্যায়ন করেন ১০ এর মধ্যে ১০—“এই অর্থে যে আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া হয়েছে।”

ট্রাম্প আরও যোগ করেন, “আমি নিশ্চিত করতে চাই, এটা যেন হয়েই যায়। আর আমার মনে হয়, আমাদের সেটা করার যথেষ্ট ভালো সম্ভাবনা আছে।”

বৈঠকের পর পুতিনও যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুবই কঠিন সময় ছিল। সত্যি বলতে, ঠান্ডা যুদ্ধের পর থেকে সম্পর্ক সবচেয়ে নিচে নেমে গেছে। এটা আমাদের দেশগুলোর জন্য এবং পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। আজ হোক কাল হোক, আমাদের সংঘাত থেকে আলোচনার পথে যেতে হবে। আর এই ক্ষেত্রে দুই রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বৈঠক অনেক দিন ধরেই প্রয়োজন ছিল।”

রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর “খুব ভালো ও সরাসরি যোগাযোগ” রয়েছে। এর আগে ফোনালাপে তাঁদের মধ্যে একাধিকবার খোলামেলা আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। বহু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে কয়েকটি বড় ইস্যুতে এখনো পুরোপুরি সমঝোতা হয়নি, যদিও আমরা কিছুটা অগ্রগতি করেছি। চুক্তি না হলে কোনো চুক্তিই নেই। আমি শিগগিরই ন্যাটোকে ফোন করব এবং অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কিকেও আজকের বৈঠকের কথা জানাব।”


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button