ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টসহ কী দেখবেন আজ


ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টসহ কী দেখবেন আজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৩: ২৪
ইংল্যান্ডে চলে ১০০ বলের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
দ্য হান্ড্রেড নারী
ম্যানচেস্টার-লন্ডন
রাত ৮টা
সরাসরি
দ্য হান্ড্রেড পুরুষ
ম্যানচেস্টার-লন্ডন
রাত ১১ টা ৩০ মিনিট
সরাসরি সনি টেন ১
টেনিস খেলা সরাসরি
সিনসিনাটি ওপেন
রাত ১১টা
সরাসরি সনি টেন ২
ক্রাইম জোন ২৪