শিরোনাম

“খেলার সময় ইঁদুরের ওষুধ কুড়িয়ে খেয়ে প্রাণ হারালো ঝালকাঠির দুই শিশু”

"খেলার সময় ইঁদুরের ওষুধ কুড়িয়ে খেয়ে প্রাণ হারালো ঝালকাঠির দুই শিশু"

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই চাচাতো ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত শিশুদের বাড়ি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায়। লামিয়া আক্তার কামাল হাওলাদারের মেয়ে এবং রমজান হাওলাদার তার ভাই রানা হাওলাদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে দুই শিশু বাইরে খেলা করছিল। খেলার সময় তারা ইঁদুর মারার ওষুধ কুড়িয়ে পায় এবং তা খেয়ে ফেলে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওসি আবদুস সালাম বলেন, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button