শিরোনাম

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাকন উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১টার দিকে দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন কাকন। রাস্তায় একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে। পরে কাকনের চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কাকনের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ব্যক্তির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button