শিরোনাম
খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যাসাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশেচাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে

পিকআপে করে নেওয়া হচ্ছিল বিদেশি মদ, তিনজন আটক

পিকআপে করে নেওয়া হচ্ছিল বিদেশি মদ, তিনজন আটক

Ajker Patrika

পিকআপে করে নেওয়া হচ্ছিল বিদেশি মদ, তিনজন আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২: ১৫

Photo

জব্দ করা ভারতীয় মদসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। পথে পুলিশ তল্লাশি (চেকপোস্টে) চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়ক থেকে এসব মাদক জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর এলাকার মো. বেলাল (৩৩), ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে জয়পল (১৬) ও গাজীপুরের জয়দেবপুরের উত্তর বিলাসপুর এলাকার আবু সাঈদের ছেলে মো. তৈয়ব আলী (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়কে তল্লাশি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই সড়কে আসা যানবাহন পুলিশের সদস্যরা তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের।

পরে তল্লাশি চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহন করা পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ধোবাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা মাদকের দাম প্রায় ৬ লাখ টাকা। জানতে চাইলে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। রাতে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button